Category Archives: Science

Virtual Reality Camera

Nokia launches virtual reality camera

Finland's Nokia, once the world's largest phone maker, has unveiled a spherical camera designed for making 3D movies and games that can be watched and played with virtual reality headsets.

Finland’s Nokia, once the world’s largest phone maker, has unveiled a spherical camera designed for making 3D movies and games that can be watched and played with virtual reality headsets.

The device, showcased at an event in Los Angeles, takes video and audio in 360 degrees with eight sensors and microphones, and is the first from Nokia’s digital media solutions business — one of its new focuses for future growth.

Nokia is going through restructuring after selling its mobile phone business to Microsoft last year and following that up with a proposed 15.6 billion euro ($17.2 billion) acquisition of Alcatel-Lucent, which is set to boost its main network equipment business.

“We expect that virtual reality experiences will soon radically enhance the way people communicate and connect to stories, entertainment, world events and each other,” Nokia executive Ramzi Haidamus said in a statement.

In May, GoPro introduced a similar system using 16 cameras and Google’s software, while several other technology companies such as Facebook and Samsung have announced different plans to enter the virtual reality market.

Nokia is also planning to come back to the phone business by designing and licensing handsets once its deal with Microsoft allows it to do that late next year.

The company, due to report quarterly results on Thursday, is also looking to sell its navigation business HERE.

($1 = 0.9059 euros)

A 113-million-year-old fossil from Brazil is the first four-legged snake that scientists have ever seen.

Four-legged snake ancestor ‘dug burrows’

_84444394_martill1hr

Several other fossil snakes have been found with hind limbs, but the new find is estimated to be a direct ancestor of modern snakes.

Its delicate arms and legs were not used for walking, but probably helped the creature to grab its prey.

The fossil shows adaptations for burrowing, not swimming, strengthening the idea that snakes evolved on land.

That debate is a long-running one among palaeontologists, and researchers say wiggle room is running out for the idea that snakes developed from marine reptiles.

“This is the most primitive fossil snake known, and it’s pretty clearly not aquatic,” said Dr Nick Longrich from the University of Bath, one of the authors of the new study published in Science magazine

View Details: http://www.bbc.com/news/science-environment-33621491

Video

Oldest Quran Found

Oldest Quran Found

How to Survive

Image

Theory Of Evaluation

11698535_10207077326716573_975047364522919650_n

Science

300_million_year_old_screw_bg_818804899

ঢাকা: একেবারেই অসম্ভব ব্যাপার! তারপরও বিশ্বাস করতে হচ্ছে, এটি সত্যি একটি ঘটনা। ৩০ কোটি বছর (৩০০ মিলিয়ন বছর) আগেকার তৈরি একটি লোহার স্ক্রু’র সন্ধান পাওয়া গেছে।

সে সময় খামারের কাজে দুটি পাথরকে এই স্ক্রু দিয়ে আটকানো ছিল ছিল বলে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। তখন তো পৃথিবীতে ডাইনোসর যুগের শুরু হয়নি। তাহলে উন্নত সভ্যতার এই লোহার স্ক্রু কোথা থেকে আসবে! তবে কী অন্য কোনো গ্যালাক্সি থেকে আসা উন্নত সভ্যতার প্রাণী (অ্যালিয়েন- বহিরাগত প্রাণী) এই আধুনিক যুগের লোহার স্ক্রু তৈরি করে নিজেদের দৈনন্দিন কাজে লাগিয়েছিল! বিষয়টা আর অসম্ভব মনে করেছেন না বিজ্ঞানীরা।

কারণ, ইদানিং বিজ্ঞানীরা ধারণা করছেন, এই সৌরমণ্ডল কিংবা আমরা যে অ্যান্ড্রোমিন্ডা গ্যালাক্সিতে (লক্ষ কোটি কোটি তারকা থাকে এক একটা গ্যালাক্সিতে। সেখানে একেকটি তারকাকে কেন্দ্র করে সৌরমণ্ডল গড়ে ওঠে। যেমন, সূর্যকে কেন্দ্র করে আমাদের এই সৌরমণ্ডল গড়ে উঠেছে) আছি, এই গ্যালাক্সির কোনো সৌরমণ্ডলের কোনো গ্রহ থেকে কিংবা অন্য কোনো গ্যালাক্সির সৌরমণ্ডলের কোনো গ্রহ থেকে আসা উন্নত বুদ্ধিমান প্রাণী এই লোহার স্ক্রু তৈরি করে থাকতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, এই স্ক্রু’টির বয়স ৩০ কোটি থেকে ৩০ কোটি ২০ লাখ বছর আগেকার। তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন, স্ক্রু’টি লোহার অণু দিয়ে তৈরি। শুধু তাই-ই নয়, স্ক্রু’তে যথারীতি আধুনিক সময়ের প্যাঁচ কাটা রয়েছে।

এ ছাড়াও দুটি পাথরকে স্ক্রু দিয়ে সেঁটে দেওয়ার জন্য মাঝখানে সিলিকনের তৈরি অপরিবাহী রয়েছে, যা ফিউজ হিসেবে কাজ করেছে।

এই ক্রু’টি ১৯৯৮ সালে রাশিয়ার রাজধানী মস্কো শহরের বাইরে খুঁজে পাওয়া যায়।

বিজ্ঞানীদের অনুমান, হয়ত উন্নত সভ্যতার কোনো অবদান এটি। হয়ত অন্য কোনো গ্যালাক্সির বুদ্ধিমান প্রাণীর সভ্যতার নিদর্শন হতে পারে।

নিচের ভিডিও ক্লিপ দেখে বোঝা যায়, এই ধাতব স্ক্রু’টি কী দিয়ে তৈরি!

প্রথম যখন এই স্ক্রু’টি খুঁজে পাওয়া যায়, তখন প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন, এটি হয়ত কোনো খামারে ব্যবহৃত যন্ত্রে ব্যবহৃত হয়েছে। পরে যখন কার্বন ডেটিং করা হয়, তখন এর স্থিতিকাল বোঝা যায়। তারা অবাক হয়ে যান, এটি এখন থেকে ৩০ কোটি কিংবা ৩০ কোটি ২০ লাখ বছর আগে ব্যবহৃত হয়েছে।

তবে বর্তমানে বিজ্ঞানীরা একটা মতে আসার চেষ্টা করছেন যে, হয়ত এটি মানুষের তৈরি ধাতব স্ক্রু অথবা প্রাকৃতিকভাবে তৈরি হতে পারে।

আরো অবাক করার বিষয়, এটিই একমাত্র স্ক্রু নয়। এর আগেও আরো একটা স্ক্রু’র সন্ধান পাওয়া যায়। সেটি রাশিয়ার কালুগা অঞ্চল থেকে খুঁজে পাওয়া গেছে।

দ্বিতীয় স্ক্রুটি উদ্ধারের ইতিহাস হচ্ছে, ১৯৯৮ সালে মস্কো থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি ধাতবের মধ্যে এই স্ক্রু’টি খুঁজে পান এক বিজ্ঞানী। তখন বিজ্ঞানীরা এর কার্বন ডেটিং করে জানতে পারেন, স্ক্রু’টির আনুমানিক বয়স ৩০ কোটি কিংবা ৩০ কোটি ২০ লাখ বছর।

এটি যখন খুঁজে পাওয়া যায়, তখন পৃথিবীতে ডাইনোসরেরও আগমন ঘটেনি। সেই সময় বুদ্ধিমান প্রাণীর কল্পনা করা তো পুরোপুরিই অসম্ভব।

বিজ্ঞানীরা দেখেছেন, স্ক্রু’টি সেন্টিমিটার ও প্রস্থ তিন মিলিমিটার। পাথর খণ্ডটিকে এক্সরে করে দেখা গেছে, এতে দুটি স্ক্রু ব্যবহৃত হয়েছে এবং এটিতে গোলাকার দুটি গর্ত আছে, স্ক্রু এঁটে দেওয়ার জন্য।

দ্বিতীয় স্ক্রু’টি পাওয়ার পর বিভিন্ন স্থান থেকে আসা ভূতত্ত্ববিদ, পদার্থবিদ, পুরাতত্ত্ববিদ, খনিবিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন, স্ক্রু’টির গায়ে পাথর লেপ্টে আছে। পরীক্ষা করার পর সবাই একবাক্যে একমত হয়েছেন, স্ক্রু’টি কৃত্রিমভাবে তৈরি। প্রাকৃতিকভাবে তৈরি হয়নি এটি।

অর্থাৎ তারা বদ্ধমূলভাবে বলতে বাধ্য হয়েছেন, এটি হয়ত কোনো উন্নত সভ্যতার অবদান, যা অন্য কোনো গ্যালাক্সি কিংবা গ্রহ থেকে আসা বুদ্ধিমান প্রাণীর দৈনন্দিন জীবনে কাজে লাগতো!

Source:
http://www.banglanews24.com/fullnews/bn/404505.html